সীমান্তে কাটা তারে হাত রেখে চলে ইশারা !

প্রকাশিত: 13/12/2019

সফিকুল ইসলাম শিল্পী

সীমান্তে কাটা তারে হাত রেখে চলে ইশারা !

রাণীশংকৈল প্রতিনিধিঃ ভারতের শিলিগুড়ি থেকে আসা মেসো শশুর সত্য বর্ম্মন ও তার ছেলে মতিন বর্ম্মন কে দেখতে কাটা তারের বেড়ার ফাঁকে চোঁখ রাখতে রাণীশংকৈলের সুন্দরী মোড়ের রাজা দিঘির রবিন্দ্র রায় স্ত্রীকে নিয়ে সকাল থেকেই কাটা তারে হাত রেখে অপেক্ষা করছে। হঠাৎ চিৎকারে বুঝতে বাকী নেই ভারত থেকে আসা স্বজনের সাক্ষাত হয়ে গেল। প্রতি বছরের পাথরকালী পুজা উপলক্ষে এ মিলন মেলা রাণীশংকৈলের আংশিক, হরিপুর ও কিছু অংশ পীরগঞ্জ উপজেলা মিলে অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে ভারতের নারগাঁও  ও মাকার হাট সীমান্তে এ মেলা বসে। বাংলাদেশের স্বজনদের চোঁখের দেখা দেখতে ৩৪৫ ও ৩৪৬ নাম্বার পিলারের আসে পাশে ছুটে আসেন।  কাটা তারে হাত রেখে চলে ইশারা । অনেক কথা বলার থাকলেও হয়না বলা । ভীরে গুন গুন শব্দ।এ ভাবেই প্রতি বছর এ  সীমান্তে পাথরকালী মেলা বসে।  
 

আরও পড়ুন

×