প্রকাশিত: 13/12/2019
৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন ৪ ওয়ার্ড ব্র্যাক আশ্রয়ণ প্রকল্পর পক্ষ থেকে শ্রী শ্রী গুরু হরি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে দৈনন্দিন ত্রিসন্ধা গুরু ও হরি পুজা অনুষ্ঠিত হয়।এবং ছোট ছোট ছেলেমেয়েদের জন্য সাপ্তাহিক গীতাপাট ব্যবস্থা করা। গীতা পাঠ করান মাষ্টার অবিনাশ । অদ্য প্রতিষ্ঠানটির সভাপতি রুহিত দাস,সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডল, কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল, সার্বিক পরিচালনা আছেন বাবু স্বপন কুমার সরদার।আরও সেবায়ী সাধন প্রমুখ।অদ্য প্রতিষ্ঠানে (১৩/১২/২০১৯) ছোট ছেলেমেয়েদের সাপ্তাহিক গীতা পাঠ অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ কে শ্রীশ্রী হরি ওগুরু মন্দিরে সভাপতি সেক্রেটারী সহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধর্মীয় বই তার হাতে তুলে দেন।