রাঙ্গুনিয়ায় অটো রিক্সা সমিতির নির্বাচন সম্পন্ন

রাঙ্গুনিয়ায় অটো রিক্সা সমিতির নির্বাচন সম্পন্ন

রাঙ্গুনিয়ায় উপজেলার গোডাউন নতুন ব্রীজ অটো রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।৯টি পদের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ১৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।এদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (ছাতা), সহসভাপতি পদে মো. আবদুল হালিম, সাধারণ সম্পাদক পদে মো. ইমরান, অর্থ সম্পাদক পদে মো. জয়নাল আবেদীন এবং সদস্য পদে মো. আসলাম শাহ, আবুল হাশেম কালু , মো. এসকান্দর, মো. দুলাল এবং মোহাম্মদ শফির আলম নির্বাচিত হন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিবাকর দাশ মান্না বলেন, নির্বাচনে মোট ৮৯৪ ভোটের মধ্যে ৫৫৯ টি ভোট গ্রহন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে সহযোগীতা করেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন কুমার দেসহ একদল পুলিশ। 

আরও পড়ুন

×