প্রকাশিত: 15/12/2019
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় আরো ৬ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২জন শিশুকে আটক করা হয়েছে। বিজিবি জানান জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন কাজের সন্ধানে তারা অবৈধ ভাবে ভারতে গিয়ে ছিলেন। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পন করা হয়েছে।