কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

 লক্ষ্মীপুরের কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আফছার এর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ওসি নুরুল আফসার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।

গতকাল সন্ধ্যায়   উপস্থিত সাংবাদিকরা তাদের আলোচনায় কমলনগরের আইনশৃঙ্খলা জনিত বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরেন । ওসি সাহেব  সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিজানুর রহমান মানিক (দৈনিক আলোকিত বাংলাদেশ), বেলাল হোসেন জুয়েল  (দৈনিক সমকাল ) , এম এ মজিদ (দৈনিক ইত্তেফাক), কাজী মোহাম্মদ ইউনুস (দৈনিক ইনকিলাব), ইউছুফ আলী মিঠু (দৈনিক মানবজমিন ) ,


মোকলেছুর রহমান ধনু (দৈনিক দিনকাল), নাসির মাহমুদ (দৈনিক খবর ও ডেনাইট নিউজ ), মাসুদুর রহমান (দৈনিক ভোরের ডাক) ও মোহাম্মদ আনোয়ার হোসেন (ডেইলি এশিয়ান এইজ)।

  উল্লেখ্য যে কমলনগর থানার নবাগত ওসি মুহাম্মদ নুরুল আফছার সাহেব অত্র থানায় যোগদেওয়ার পরে আইনশৃঙ্খলা স্বাভাবিক হয় । অপরাধ প্রবণতা কমেযায়  তাই মামলার সংখ্যা ও কমে যায় । বিভিন্ন বাজার ও  রাস্তাঘাট পরিষ্কার করে দেন।

আরও পড়ুন

×