প্রকাশিত: 16/12/2019
মোঃরেজাউল করিম সাতক্ষীরা জেলা প্রতিনিধি--------শ্যামনগর -মুন্সিগন্ঞ্জ-_-- মহান বিজয় দিবসপালিত হয়েছে মুন্সিগঞ্জের ইউনিয়ন ও স্কুল ও কলেজ শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত। এ দিনটি উদযাপন করেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন,। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ব্যনারে তারা এসে ফুল দিয়ে পুষ্পস্তবকঅর্পণ করেন,। এছাড়া বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে দিনটি সকলে পালন করছে।