বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মফিজ আলীর পরলোকগমণ

প্রকাশিত: 16/12/2019

মিজানুর রহমান মিজান

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মফিজ আলীর পরলোকগমণ

মিজানুর রহমান মিজান, সিলেট থেকে:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই নিবাসী সাবেক রিলিফ চেয়ারম্যান আলহাজ মফিজ আলী গত রাতে সিলেটের রাগিব-রাবেয়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।(ইন্নালি……রাজিউন) মরহুমের নামাজে জানাজা আজ বেলা ২-১৫ মিনিটের সময় নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।আলহাজ মফিজ আলী ছিলেন স্বাধীনতাত্তোর খাজাঞ্চি ইউনিয়নের ১৯৭২ সালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা কর্তৃক মনোনীত রিলিফ চেয়ারম্যান। তিনি অনেক জনহিত কাজ করে গেছেন।মরহুমের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যগণ।মহান আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করি আল্লাহ যেন তিনিকে বেহেস্ত নসীব করেন।

আরও পড়ুন

×