প্রকাশিত: 16/12/2019
মিজানুর রহমান মিজান, সিলেট থেকে:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই নিবাসী সাবেক রিলিফ চেয়ারম্যান আলহাজ মফিজ আলী গত রাতে সিলেটের রাগিব-রাবেয়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।(ইন্নালি……রাজিউন) মরহুমের নামাজে জানাজা আজ বেলা ২-১৫ মিনিটের সময় নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।আলহাজ মফিজ আলী ছিলেন স্বাধীনতাত্তোর খাজাঞ্চি ইউনিয়নের ১৯৭২ সালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা কর্তৃক মনোনীত রিলিফ চেয়ারম্যান। তিনি অনেক জনহিত কাজ করে গেছেন।মরহুমের জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যগণ।মহান আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করি আল্লাহ যেন তিনিকে বেহেস্ত নসীব করেন।