রাষ্ট্রদ্রোহ মামলায় মৃতু্দ্যণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফকে

প্রকাশিত: 17/12/2019

ডে-নাইট নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় মৃতু্দ্যণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফকে

রাষ্ট্রদ্রোহ মামলায় মৃতু্দ্যণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফকে সে দেশের  আদালত। দেশটির সংবাদ মাধ্যম জানান পেশওয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ও ওয়াকার আহমেদ শাহর নেতৃত্বাধীন সিন্ধ হাইকোর্টের বিচারপতি নাজার আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এর বেঞ্চ এ আদেশ দিন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোন বেসামরিক আদালতে দেশদ্রোহির অভিযোগে কোন সামরিক কর্মকর্তা বিচারের রায় হলো এবং মৃতু্দ্যণ্ডাদেশ দিল।


১৯৯৯ সালের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারন করে ক্ষমতায় আসে এবং ২০০৮ পর্যন্ত ক্ষমতায় থাকেন। ২০১৩ সালে তার বিরোদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়। জরুরি অবস্থা জারি, বেআইনি ভাবে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা মামলা, লাল মসজিদ সংক্রান্ত বেশ কিছু মামলায় তিনি অভিযুক্ত ছিলেন।
২০১৬ সালে চিকিৎসার জন্য বিদেশ যাবার অনুমতি পাইলে তিনি বিদেশ যান এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

আরও পড়ুন

×