প্রকাশিত: 17/12/2019
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকালে স্থায়ীয় সমাজ নারী কল্যাণ সমিতির উদ্যোগে দর্জি বিজ্ঞান ও বুটিক্স প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সমাজ নারী কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির নির্বাহী পরিচালক মোছা. নাসিমা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাকেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী এনজিও কো-অর্ডিনেশন ফোরামের সভাপতি ও স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এমএ কাইয়ুম, সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম প্রমুখ।
শেষে ২০জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণসহ লটারির মাধ্যমে বিজয়ী নারীর হাতে সেলাই মেশিন প্রদান করা হয়।