ফুলবাড়ীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ফুলবাড়ীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
    উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, সহকারী প্রোগ্রামার মাহামুদুল হাসান প্রমুখ।
মেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশেষ গ্রুপে দৈনিক দেশ মা পত্রিকা ও আনোয়ার এ্যাক্সেল পাওয়ার টিলারসহ ১৯টি স্টল অংশ নেয়।

আরও পড়ুন

×