প্রকাশিত: 18/12/2019
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই’ই মেলে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনের নেতৃত্বে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া। এছাড়া বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোছা. হাবিবা সুলতানা, ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।