লক্ষ্মীপুরের  কমলনগরে  দুটি অবৈধ বেহেন্দী  জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

লক্ষ্মীপুরের  কমলনগরে  দুটি অবৈধ বেহেন্দী  জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান আজ সকালে লক্ষ্মীপুরের কমলননগরে দু' টি মাছ ধরার নিষিদ্ধ বেহেন্দী জাল (বাদা)  আগুনে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলার লুধুয়া মাছ ঘাট থেকে এক দল জেলে মেঘনা নদীতে জাল বসাবার প্রস্তুতি কালে উপজেলা মৎস বিভাগ ও কমলনগর থানার পুলিশ অভিযান চালিয়ে জাল দু’ টি জব্দ করে।পরে মৎস কর্মকর্তা ও কমলনগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আফছারের উপস্থিতিতে জাল দু' টি আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

×