মোশারফকে মৃত্যুদন্ড দেওয়ার রায়ে যে ভাষা ব্যবহার হয়েছে তা ”ঘৃণ্য” বলেছে দেশটির সরকার

প্রকাশিত: 21/12/2019

ডে-নাইট নিউজ

মোশারফকে মৃত্যুদন্ড দেওয়ার রায়ে যে ভাষা ব্যবহার হয়েছে তা ”ঘৃণ্য” বলেছে  দেশটির সরকার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে মৃত্যুদন্ড দেওয়ার রায়ে যে ভাষা ব্যবহার হয়েছে তা এইটি ”ঘৃণ্য” বলে উল্লেখ করে দেশটির সরকার  বলেছে, যে সিনিয়র বিচারকরা এই রায় লিখেছেন তাদের বিরোদ্ধে অভিযোগ করবে পাকিস্তান সরকার।

রায়ে উল্লেখ করা আছে যে যত দ্রুত সম্ভব সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে ধরে এনে মৃত্যুদন্ড কার্যকর  করা উচিত আর যদি জীবিত আনা সম্ভব না হয়  তাহলে  মৃত্যুর পর পারভেজ মোশারফের মৃত দেহ পার্লামেন্ট ভবনের  বাহিরে ডি-চক এলাকায় তিন দিন ঝুলিয়ে রাখা উচিত।

 পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গতকাল প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করে এই রায় নিয়ে কথা বলেন। এবং ওই বিচারকের বিরোদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ করেন।

বর্তমানে পারভেজ মোশারফ দুবাইতে চিকিৎসাধীন আছেন, বিচার চলাকালে আদালত তাকে বার বার হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি হাজির হননি।

 

আরও পড়ুন

×