রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি

প্রকাশিত: 21/12/2019

মাইকেল দাশ

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি

মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ-রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)।নথিপত্র ঘেঁটে তছনছ করায় চুরির ঘটনা রহস্যজনক মনে করছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই)মো. কবির বলেন, বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।চুরি হয়ে যাওয়া কক্ষের আশপাশে অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে সব জিনিসপত্র অক্ষত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ” শিক্ষক আবু সায়েম বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ের নৈশ প্রহরী আমির আলী ছুটিতে ছিলেন। তাঁর স্থলে দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী বদিউল আলম। সকালে বিদ্যালয় থেকে খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি বিদ্যালয় কার্যালয়ের দুটি কক্ষের ৯ টি তালা ভেঙে চুরির ঘটনা ঘটায়। প্রধান শিক্ষক ও অফিস সহকারীর দুটি কক্ষের ৬ টি আলমারির তালা ভেঙে এক লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন জমির দলিল, শাখা অনুমোদনের গুরুত্বপূর্ণ কাগজপত্র,বিদ্যালয়ের সিসিটিভি ক্যামরার মনিটর ও রেকর্ডারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের রেজুলেশন খাতাসহ আরও অন্যান্য মূল্যবান কাগজপত্র তছনছ করে দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে বেকায়দায় ফেলতেই হয়ত কোন চক্র এই ঘটনা ঘটাতে পারে তিনি ধারণা করছেন। এই ব্যাপারে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

×