বিশ্বনাথে মানবতার দেয়াল নামে বিশেষ উদ্যোগ

প্রকাশিত: 21/12/2019

মিজানুর রহমান মিজান

বিশ্বনাথে মানবতার দেয়াল নামে বিশেষ উদ্যোগ

মিজানুর রহমান মিজান, সিলেট থেকেঃ “মানুষের জন্য মানুষ” একথার মূল্যায়ন দেখুন। সমাজের গরীব, সুবিদা বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে সিলেটের বিশ্বনাথের থানা কম্পাউন্ডে গড়ে তোলা হয়েছে একটি শীত বস্ত্রের দেয়াল। যেটাকে নামকরণ করা হয়েছে মানবতার দেয়াল নামে। “সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে আজ ২১ ডিসেম্বর শনিবার বিশ্বনাথ থানা অফিসার-ইন-চার্জ শামীম মূসা এই উদ্যোগের শুভ উদ্বোধন করেন। এখানের দেয়ালে বিভিন্ন শীতবস্ত্র সংস্থার পক্ষ থেকে লটকিয়ে রাখা হবে এবং গরীব অসহায়, দুঃস্থরা যার-যার পছন্দ মত শীতের বস্ত্র সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন।
উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা পবিরাব পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান মূসা, প্যানেল চেয়ারম্যন রফিক হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্র্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আবুল কাশেম, সাংবাদিক কামাল মুন্না, থানার এসআই সাইফুল ইসলাম, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খান, সদস্য সচিব আব্দুল বাতিন, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, সালমান রাব্বানী, সদস্য টিটু দেব, ইকবাল মিয়া প্রমুখ।
 

আরও পড়ুন

×