কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: 22/12/2019

নাসির মাহমুদ

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

লক্ষ্মীপুেরর কমলনগের প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে শনিবার প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক (দৈনিক অালোকিত বাংলাদেশ), শাহজান তালাসী ( দৈনিক প্রথম আলো) ও বেলাল হোসেন জুয়েল (দৈনিক সমকাল) উপদেষ্টা করে তিন সদস্যের একটি উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়। পাশাপাশি এম এ মজিদকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও ইউছুফ আলী মিঠুকে(দৈনিক মানব জমিন) সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মুহাম্মদ কাজী ইউনুছ(দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ আমানত উল্যাহ(দৈনিক বর্তমান),মোখলেছুর রহমান ধনু (দৈনিক দিনকাল), অর্থবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ বিএসি(দৈনিক খবর),প্রচার সম্পাদক অানোয়ার হোসেন (ডেইলি এশিয়ান এইজ),দপ্তর সম্পাদক শাহরিয়ার কামাল (দৈনিক ভোরের পাতা) এবং নির্বাহী সদস্য  মাকছুদুর রহমান (দৈনিক ভোরের ডাক), মোহাম্মদ অাবছার উদ্দিন রাসেল (দৈনিক ঢাকা প্রতিদিন) ও এম,এ এহসান রিয়াজ(দৈনিক মাতৃ ছায়া)।

আরও পড়ুন

×