প্রকাশিত: 24/12/2019
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সিলেটের বিশ্বনাথ-রসিদপুর সড়কে মাত্র তিন দশমিক সাত কিলোমিটার দৈর্ঘ সড়কে ১২টি উচু স্পীডব্রেকার অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান আহমদ রাব্বানী স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে ছাত্রলীগ নেতা উল্লেখ করেন, মাত্র সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ বিশ্বনাথ-রসিদপুর সড়কে স্থাপন করা ১২টি উচু স্পীড়ব্রেকারের মধ্যে জনগুরুত্বপূর্ণগুলো রেখে অন্যান্যগুলো অপসারণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছেন। কারন স্বল্প দৈর্ঘ এ সড়কে থাকা এতগুলো স্পীড়ব্রেকার সড়ক দুর্ঘটনা কমানোর পরিবর্তে বরং আরো বৃদ্ধি করেছে।এ সড়ক দিয়ে রোগি পরিবহনের ক্ষেত্রে চরম বিড়ম্বনায় পড়তে হচেছ চালকদের।মাত্রাতিরিক্ত উচু স্পীড়ব্রেকারে ঝাকুনীতে আঘাত প্রাপ্ত হন যাত্রীরা।তাই জনগুরুত্ব বিবেচনা করে সড়কের মধ্যে থাকা ১২টি স্পীড়ব্রেকারের মধ্যে অতি প্রয়োজনীয়গুলো রেখে দ্রুত অন্যান্যগুলো অপসারণ করে জনদুর্ভোগ কমানোর দাবী জানিয়েছেন ছাত্রলীগ নেতা সালমান আহমদ রাব্বানী।স্মারকলিপি প্রাপ্তির সত্যতা স্বীকার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।