প্রকাশিত: 25/12/2019
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্থ করার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলাস্থ মাহতাবপুর ও লামাকাজী এলাকায় সড়কের পার্শে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদ করার লক্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিনশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে গত মঙ্গলবার।
অবৈধভাবে সড়কের পাশে ব্যক্তি মালিকানা বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় জনপথ বিভাগ প্রথমে এগুলো সরিয়ে ফেলার জন্য নোটিশ ও মাইকিং করে জানিয়েছিল কিন্তু কেউ তা সরায়নি।
অবশেষে নির্মাণাধিন স্থাপনাগুলো উচ্ছেদে প্রশাসন নিয়ে মঙ্গলবার তারা ভল্ডুজার মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা অবদি এই কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সম্মনয়ে সওজের ডেপুটি সেক্রেটারী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সার্ভেয়ার সুহেল রানা, আমাজাদ হোসাইন প্রমুখ সহ সওজের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এসময় আইনশৃংখলা রক্ষার দায়িত্বে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা ও এসআই গোপেশ দাস ও এস আই আব্দুল লতিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশ নেয়।