" দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্র প্রকোপ "

প্রকাশিত: 26/12/2019

সফিকুল ইসলাম শিল্পী

" দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্র প্রকোপ "

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগায়ের রানীশংকৈলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।জেলার রাণীশংকৈলে কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ রায় বলেন, ঠাকুরগাঁয়ের এ প্রত্যন্ত অঞ্চল রাণীশংকৈলে জেঁকে বসেছে শীত। প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে ক্রমান্বয়ে কমতে শুরু করছে তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্র প্রকোপ। আজ বৃস্পতিবার ভোরে রাণীশংকৈলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।  আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বছর (২৫ ডিসেম্বর ২০১৮) একই দিনে রাণীশংকৈলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন

×