ডিমলায় নির্বাহী কর্মকর্তা’র বিদায়ী সংবর্ধনা

ডিমলায় নির্বাহী কর্মকর্তা’র  বিদায়ী সংবর্ধনা

সৎ ও দক্ষ নীলফামারীর ডিমলা উপজেলার নারী নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুন রাষ্ট্রের প্রশাসনিক সেবাদানে ডিমলা উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালবাসা অর্জনে সক্ষম হয়েছেন।

সারাদেশে যেখানে অনিয়ম-দুর্নীতির করালগ্রাসে নিপতিত, ঠিক সেই সময়ে নিষ্ঠা ও সততার সাথে তাঁর প্রশাসনিক দায়িত্ব পালনে উপজেলার জনগণের অন্তরের মনিকোঠায় স্থান করে নিয়েছেন নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন।

একজন দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর সু-খ্যাতি রয়েছে উপজেলার সর্বত্র।উপজেলার শিক্ষা-সমাজ, ও অবকাঠামো উন্নয়নে তাঁর ভূমিকা সর্বত্র প্রশংসার দাবিদার।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বদলীর কারনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে বৃহস্পতিবার (২৬-ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এতে আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নব-উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ববিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফি,সার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুনের উপজেলার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন করেন।

নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন বলেন, ডিমলা উপজেলার মানুষজন খুব সহজ সরল। আমি ২ বছর তিন মাস এই উপজেলার সব ধরনের মানুষকে নিয়ে কাজ করেছি।

আপনারা আমার সকল কাজে সহযোগিতা করেছেন। যদি ভুল বসত আমার কাজে কোথায় কোন ভুল থাকলে ক্ষমা করবেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ।

আরও পড়ুন

×