প্রকাশিত: 27/12/2019
ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ক্যাম্পাসে শুক্রবার একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। গতানুগতিক সাধারণ রোগের চিকিৎসা ও নাম মাত্র ওষুধ সেবনের প্রথাকে ভেঙ্গে একমাত্র রোগীদের সচেতনতা সৃষ্টিই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান লক্ষ্য। ঝিনাইদহ অফিসার্স ফোরাম নামে একটি সংগঠন এই ক্যাম্পের আয়োজন করেছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ, প্রশাসন, ডাক্তার, প্রকৌশলী ও ব্যাংকার যারা ঝিনাইদহের কৃতি সন্তান তাদের নিয়েই মুলত ঝিনাইদহ অফিসার্স ফোরাম গঠিত। ক্যাম্পের সার্বিক দায়িত্বে রয়েছেন দেশের স্বাস্থ্য সচিব ও ঝিনাইদহের কোটচাঁদপুরের কৃতি সন্তান অফিসার্স ফোরামের সভাপতি মোঃ আসাদুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ। আয়োজকদের একটি সুত্র জানায়, ঝিনাইদহের কৃতি সন্তান হিসেবে যারা দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সুনাম আছে, মুলত তারাই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন। এই টিম মেডিসিন ও সার্জারি, নিউরোমেডিসিন, হার্টের জন্মগত রোগ, হার্টভাল্বের রোগ এবং জটিল হৃদরোগ, বক্ষব্যাধী, দাঁতের সমস্যা ও মুখের ক্যান্সার, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও লিভার, কিডনি, ফুসফুস, খাদ্যনালী, কোলন, স্তন, জরায়ূ ক্যান্সার, নিউরোসার্জারি ও ব্রেন টিউমার, পোড়া, জন্মগত ঠোটকাটা, তালুকাটা, পোড়ারোগী ও প্লাস্টিক সার্জারি, মা ও শিশুর জটিল রোগ, চক্ষু রোগ ও চর্ম রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোগী দেখা হবে। আগ্রাহী রোগীদের নিজ নিজ এলাকার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্ত্র ও ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে বিনামুল্যে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করতে হবে। রোগীরে যদি পুর্বের ইসিজি, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ইকোকার্ডিওগ্রাম থাকে তবে সঙ্গে আনতে বলা হয়েছে। জরুরী প্রয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার রোগীরা ০১৯২৭৩৬৬১৭৫, কোটচাঁদপুরের রোগীরা ০১৭১১৩৮০৪২৮, মহেশপুরের রোগীরা ০১৭১১২৮০১৬৯, কালীগঞ্জের রোগীরা ০১৭১১৪৮৩১৯০, শৈলকুপার রোগীরা ০১৭১২৬৮১৭০১ ও হরিণাকুন্ডুর রোগীরা ০১৭৬০৮০৩১৮৪ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের বিখ্যাত যে সব চিকিৎসক রোগী দেখবেন তারা হলেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় ডাঃ আশরাফুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডাঃ অলোক কুমার সাহা, থোরসি সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলম, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শাহাজাহান আলীসহ ৪৮ জন দেশ সেরা চিকিৎসকবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ জানান, শুধুমাত্র ওষুধ সেবন ও পাওয়াই আসল কথা নয়। রোগ সম্পর্কে সঠিক ধারণা, সার্বিক বাস্তবতায় চিকিৎসর ধরণ বা প্রয়োজনীয়তা সম্পর্কে রোগীদের জানা খুবই জরুরী। এ ক্ষেত্রে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা, আদৌ চিকিৎসার প্রয়োজনীয়তা আছে কিনা, কোথায় কি সুযোগ আছে বা কোথায় যাবে এ সম্পর্কে রোগীদের নানা প্রশ্ন ও বিভ্রান্তি দুর করতেই ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। তবে এই ক্যাম্প নিয়ে ঝিনাইদহবাসির অনেকের আগ্রহ থাকলেও ঝিনাইদহ সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট কাটানো সবচে বেশি গুরুত্বপুর্ন বলে তারা মনে করেন।