ডিমলায় বঙ্গবন্ধু ম্যুরাল -এর উদ্বোধন

প্রকাশিত: 27/12/2019

জাহাঙ্গীর রেজা

ডিমলায় বঙ্গবন্ধু ম্যুরাল -এর উদ্বোধন

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : গত ২৬ ডিসেম্বর ২০১৯ ইং সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শ্রদ্ধায় নির্মিত “বঙ্গবন্ধু ম্যুরাল” উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক নীলফামারী-১ এর জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে লোহার র্যা লিং ও ম্যুরালের চত্ত্বর লোহার ঘেরা র‌্যালিং প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর পোর্ট্রেট ম্যুরালটি বেধীসহ উচ্চতায় ১৬ ফুট এবং প্রস্থে ১২ ফুট। পোর্ট্রেট ম্যুরাল হিসাবে এটি ডিমলায় বঙ্গবন্ধুর বৃহৎ ম্যুরাল। এটির প্লাটফর্ম মার্বেল পাথর, শ্বেত পাথর ও গ্রানাইট দ্বারা প্রস্তুত করা হয়েছে সেই সাথে ঠাইল্স দিয়ে শহীদ বেধী নির্মান করা হয়।

উদ্বোধনের পর বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন ও নবাগত নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, কৃষি অফিসার সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ মিলে ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১-মিনিট নিরবতা পালন করে “বঙ্গবন্ধু” সহ তাঁর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন

×