ডিমলায় শিশুদের জন্য নিরাপদ ইন্টানেট ব্যবহার বিষয়ে বেসিক প্রশিক্ষণ

ডিমলায় শিশুদের জন্য নিরাপদ ইন্টানেট ব্যবহার  বিষয়ে বেসিক প্রশিক্ষণ

নীলফামারীর ডিমলায় বে-সরকারী সংস্থা আরডিআরএস-বাংলাদেশের সহযোগীতায় ও এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের বাস্তবায়নে এবং ইউনিসেফ’র অর্থায়নে তরুন অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক দিনব্যাপী বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা আরডিআরএস-বাংলাদেশ অফিসের প্রশিক্ষণ কক্ষে এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের উপজেলার ১০টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের ১’শত ১০জন সদস্যদের নিয়ে এ বেসিক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মোছা: ববিতা আক্তার ও মোক্তাদিরের সঞ্চালনায় প্রকল্পের সমন্বয়কারী এসএম আমীর হোসেন কিশোর-কিশোরীদের মাঝে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।

এসময় উপস্থিত ছিলেন কমিনিউকেশন ফর ডেভেলপমেন্ট এর উপজেলা সমন্বয়কারী নির্মলেন্দু রায়, সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমূখ।

আরও পড়ুন

×