প্রকাশিত: 28/12/2019
অবৈধ পথে ভারতের পাচার হওয়ার ২ বছর পর লাবনী খাতুন (১১) নামে এক কিশোরীকে শুক্রবার (২৭ই ডিসেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কিশোরী লাবনী খাতুনের বাড়ি খুলনার বটিয়াঘাটা অঞ্চলে।
বেনাপোল আইসিপি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে পাচার হওয়া এক কিশোরীকে বিএসএফ সদস্যরা হস্তান্তর করেছে।
তিনি আরো জানান, জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও তাকে তাদের জিম্মায় নিয়ে তার অবিভাবকের নিকট হস্তান্তর করবে।