ডিমলায় নিরাপদ ফসল উৎপাদনে কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিমলায় নিরাপদ ফসল উৎপাদনে কৃষি বিষয়ক  প্রশিক্ষণ অনুষ্ঠিত

আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সমন্বিতভাবে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে নিরাপদ ফসল উৎপাদনের দক্ষতাবৃদ্ধির লক্ষে দু’গ্রুপে চার’দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষানী দু’গ্রুপে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে ২৩-ডিসেম্বর থেকে ২৭-ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী বিভা রায়ের সঞ্চলনায় উক্ত প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা প্রমুখ।

প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নীলফামারী জেলার কৃষি অফিসার কৃষিবিদ নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী ও কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়।

প্রথম ব্যাচে উপজেলার ৩০ জন কৃষক-কৃষানী প্রশিক্ষণ গ্রহণ করে। পরে দ্বিতীয় ব্যাচে ৩০ জন অংশগ্রহণ করে উক্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও পড়ুন

×