সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেট জেলার বিশ্বনাথ একটি ধনে-জনে আলোকিত প্রবাসী অধ্যুষিত ঐতিহ্যবাহী উপজেলা। আজ বুধবার ১লা জানুয়ারী ২০২০ সালের শুরু।

বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাব’র অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ পংকী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল)সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচচ বিদ্যালয় এন্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমির আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।

সভার শুরুতে পবিত্র কোরআণ থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া।এ সময় উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারী মড়েল উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা বিআরডিবি’র  চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, ইউপি সদস্য জহুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সিনিয়র সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, শহিদুর রহমান, নুর উদ্দিন, আবুল কাশেম।

যুবলীগ নেতা ফজলুর রহমান, ফয়জুল ইসলাম জয়, সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন , সাইদুল ইসলাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, ব্যবসায়ী রিপন আলী, শামীম আহমদ, আল-আমীন, বাদল বৈদ্য।

সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আ স ম মুনসুরুল হক, যুগ্ন-সম্পাদক বাবুল আখতার ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কেক কেটে বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শত বছর পালনের জন্য ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছেন সরকার।

আর মুজিব বর্ষকে ‘সেবা বর্ষ’ হিসেবে দেশের মানুষকে নুতন ভাবে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে পুলিশ। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ দেশকে এগিয়ে নিতে ও দেশকে ভাল ভাবে পরিচালিত করতে অনেক বেশি জোরালো ভুমিকা রাখে।

সমাজে ভাল কাজগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকরা গাইড হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।আর তাই আমরা সাংবাদিক ও পুলিশ যৌথ ভাবে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করি।

আরও পড়ুন

×