প্রকাশিত: 01/01/2020
রামুর দূর্গম জনপদের ভিতরে দ্বীনে শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে এক মাত্র শাহরিয়ার ফয়েজ জিহান জিপিএ-৫ পেয়েছেন।
সদ্য প্রকাশিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়েছেন। সে তার বাড়ির রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ার ফইজুল কাদের বড় ছেলে।
তাঁর এ সাফল্যের জন্য গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা ইবতেদায়ী শাখার সকল শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বোপরি সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাঁর পিতা ফইজুল কাদের। তার ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।