ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: 02/01/2020

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবস টি উর্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মুজিব চত্বর প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে সমাপ্ত হয় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল লতিফ শেখ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশে দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণধর্মী বিভিন্ন কর্মকাণ্ডের প্রবর্তন করেন। সামাজিক সেবার পরিধি আরও বাড়াতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×