রাঙ্গুনিয়ায় নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা  

রাঙ্গুনিয়ায় নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা  

নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু  হয়েছে নতুন বই বিতরণ উৎসব। বুধবার  (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

নানা আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উৎসবের আমেজ।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় ২০২০ সালের শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে প্রায় ১০ লাখ নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক স্তরেই ৭ লাখ এবং প্রাথমিক স্তরে ৩ লাখ বই বিতরণ করা হয়।

আরও পড়ুন

×