প্রকাশিত: 03/01/2020
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধি) : ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’-এ শ্লোগানে লক্ষ্মীপুরের কমলনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন একটি র্যালী বের করে। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন প্রমুখ।