প্রকাশিত: 06/01/2020
আজ সোমবার ৬ জানুয়ারি ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী শিশুমেলা । জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয় ।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার কোর্ট চত্বর এসে শেষ হয় । পরে সেখান থেকে বেলুন উড়িয়ে ২ দিন ব্যাপী শিশু মেলার উদ্ধোধন করা হয় ।
উদ্ধোধন শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার ।