দরিদ্র ৪০০ পরিবারের সদস্যদের মাঝে বিশ্বনাথ এইড ইউকে’র কম্বল বিতরণ

দরিদ্র ৪০০ পরিবারের সদস্যদের মাঝে বিশ্বনাথ এইড ইউকে’র কম্বল বিতরণ

আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে বিশ্বনাথে এইড ইউকে সংগঠন নিরলস ভাবে কাজ করছে নিজ উপজেলায়। যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ধারাবাহিক ভাবে বিশ্বনাথের মানুষের পাশে রয়েছে অনেকদিন যাবত।

যার সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান স্বরূপ রয়েছে সুন্নতে খতনা, মেডিকেল ক্যাম্প, সেলাই মেশিন বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সহ নানাবিধ কর্মকান্ড।

আজ বুধবার (৮ জানুযারী) সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী মডেল সরকারী উচচ বিদ্যালয় মাঠে শীতার্থ গরীব লোকদের মধ্যে বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ৪০০জন সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলার ৮টি ইউনিয়নের ৪শতাধিক সদস্য উপস্থিত হয়ে সংগঠনের পক্ষ থেকে কম্বল গ্রহন করেন।

প্রেসক্লাব সদস্য মো. জামাল মিয়ার কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেযারম্যান জনাব এস এম নুনু মিয়া।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অুনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক বর্ণালী পাল, উপজেলা সহকারী ভুমি কমিশনার কামরুল ইসলাম, খাজাঞ্জী একাডেমীর ভুমি দাতা হাজী মো. আব্দুল হান্নান, বিশ্বনাথ এইড ইউকের আজীবন সদস্য মোহাম্মদ মহব্বত আলী, সদস্য সানু মিয়া।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, প্র্রেসক্লাব কোষাধ্যক্ষ মো. আলী শিপন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য আবুল কাশেম, নুর উদ্দিন, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না, সংগঠক সফিক আহমদ পিয়ার, ফটো সাংবাদিক সফিক আহমদ সফিক, স্বেচ্চাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা জকির আহমদ, সংগঠক টিপু আহমদ প্রমুখ

আরও পড়ুন

×