ডিমলায় গয়াবাড়ি আ.লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিমলায় গয়াবাড়ি আ.লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি বাজার সংলগ্ন মাঠে বিভিন্ন কর্মসুচির মাধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ফজলুল বারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল বারী, গয়াবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান সামছুল হক, টেপাখড়িবাড়ি ইউপি ময়নুল হক, গয়াবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন, খালিশা চাপানী ইউনিয়ন আ’লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ধসঢ়; আক্তারুজ্জামান চৌধুরী আকুল, গয়াবাড়ি ইউনিয়ন যুব লীগের সভাপতি আলহাজ্ব রাসেল সরকার, প্রমূখ। অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা শেষে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে দ্বিতীয় পর্বে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সভাপতিত্বে সভাপতি পদে উক্ত ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ফজলুল বারী ও সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন সরকার প্রতিদ্বন্দিতা করেন। সাধারন সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শিক্ষক মমিনুর রহমান, আশুতোষ চন্দ্র রায় ও জশিম উদ্দিন প্রতিদ্বন্দিতা করেন। এতে সভাপতি পদে ১৫৩ ভোট পেয়ে আমজাদ হোসেন সরকার নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে মোট ১১৬ভোট পেয়ে সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

 

আরও পড়ুন

×