গাজীপুরে মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: 09/01/2020

গাজীপুর প্রতিনিধি,

গাজীপুরে মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু

গাজীপুর মহানগরের মা ও মেয়ের অস্বাভিক মৃত্যু হয়েছে বলে স্বজনদের বরাত দিয়ে জানানো হয়েছে। গতকাল সকালে  গাজীপুর মহানগরের হাড়িনাল উত্তর পাড়া থেকে মা ও মেয়ে ২ জনের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এরা হলেন হাড়িনাল উত্তরপাড়ার মৃত শাহাজান মিয়ার স্ত্রী বকুল আক্তার (৫৫) ও জর্ডানপ্রবাসী মেয়ে আখিঁ আক্তার (২৮)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদও খানার ওসি মুহাম্মদ আলমগীর ভুঞা জানান, মঙ্গলবার রাতে মা ও মেয়ে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্বার করে।    

আরও পড়ুন

×