ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে ৯ সদস্যের উদযাপন কমিটি গঠন

ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে ৯ সদস্যের উদযাপন কমিটি গঠন

ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে
৯ সদস্যের উদযাপন কমিটি গঠন


দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের মাসিক সভা গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাবের কাঁটাবাড়ীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক মো. আজিজুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, যূগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আনোয়ার সাদাত, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি, দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক দৈনিক আমার সময় প্রতিনিধি শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক সৃজনী প্রতিনিধি বিকাশ গুপ্ত, সদস্য দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক বর্তমান প্রতিনিধি প্রভাষক রীতা গুপ্তা, দৈনিক দেশ মা প্রতিবেদক পরেশ গুপ্ত, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক নতুন খবর প্রতিনিধি মোস্তাক আহম্মদ প্রমুখ।
সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করাসহ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আগামী ৬ নভেম্বর/২০২০ তারিখে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ তম বর্ষপূতি উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকারকে আহবায়ক এবং ফুলবাড়ী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ মা’র নির্বাহী সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্তকে সদস্য সচিব মনোনিত করে ৯ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, আশরাফ পারভেজ, খোরশেদ আলম. আনোয়ার সাদাত, প্লাবন শুভ ও মোস্তাক আহম্মদ। 
 

আরও পড়ুন

×