লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন

লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কমর্সূচির উদ্বোধনী অনুষ্ঠান ২০২০ কমলনগরে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা পরিষদের অডিটরিয়ামে সন্ধায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । হাজির হাট উপকূল সরকারী(ডিগ্রী) কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিয়াজ হোসেনের সঞ্চালনে বিভিন্ন শিল্পির গানে ও নৃত্যে মূখরিত হয় উপজেলা পরিষদ অডিটরিয়াম।

জাতীয়ভাবে উদ্বোধন হওয়া মুজিব জন্মশতবার্ষিকী ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন প্রজেক্টরের মাধ্য প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন, কমলনগর থানার অফিসার ইনচার্জ নুরুল আফছার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড নূরুল আমিন রাজু মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, কমান্ডার আবুতাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি, হাজীর হাট হামেদীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন আল ফারুকী, বিকল্পধারা উপজেলা সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার, এফএম আবদুল ওয়াজেদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ । আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ ।

আরও পড়ুন

×