হলিধানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত: 12/01/2020

ঝিনাইদহ প্রতিনিধিঃ

হলিধানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

তথ্য সন্ত্রাস চালানোর প্রতিবাদে
হলিধানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি রোববার এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সামাজিক বিরোধের জের ধরে তথ্য সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন। এ সময় তিনি বলেন, তার গ্রামে সামাজিক প্রতিপক্ষ রয়েছে। তারাই সামাজিক ভাবে ও রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে মিথ্যাচারে লিপ্ত। হলিধানী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইউনিয়নের সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাষ্টার, হলিধানী ইউনিয়নের সদস্য আবুল হোসেন, কবির হোসেন, আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান, হালিমা খাতুন, তাইজুল ইসলাম, শামছুন নাহার, শরিফুল ইসলাম, পারুলা খাতুন, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় নাটাবাড়িয়া গ্রামের ৩ ব্যক্তি আমার বিরুদ্ধে ১০টা কেজির চালের কার্ড ও ঘর তৈরী করতে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ সদর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেন। তাদের এই অভিযোগের কোন সত্যতা নেই। এসব মিথ্যাচার করেও যখন তারা আমাকে ঘায়েল করতে পারেনি, তখন তারা আমারসহ আমার পরিবারের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেয়। পুলিশ তদন্ত করে সেটারও সত্যতা পায়নি। ওই মহলটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন বিত্তিক সংবাদ মাধ্যমে কল্পিত ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আমার ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানী করছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে এই অপপ্রচারের বিচার দাবী করেন।
   
 

আরও পড়ুন

×