রাজাগঞ্জ বাজার ভ্রমণ করলেন ব্রিটেনের দুই শিক্ষাবিদ

রাজাগঞ্জ বাজার ভ্রমণ করলেন ব্রিটেনের দুই শিক্ষাবিদ

বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার ভ্রমণ করলেন আজ (১৩ জানুয়ারী) দুপুরে ব্রিটেনের ডরসেটের নাগরিক Robert charls & Francaes cathryn (রবার্ট চার্লস ও ফ্রান্সেস ক্যর্ট্রিনা)।

যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডরসেট আওয়ালীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক এন আহমদ সেলিমের উদ্যোগে আমন্ত্রিত হয়ে এই দুই শিক্ষাবিদ গত ৯/১/২০ ইং তারিখে বাংলাদেশে আসেন।

শিক্ষাবিদ Robert charls & Francaes cathryn (রবার্ট চার্লস ও ফ্রান্সেস ক্যর্ট্রিনা) সিলেটে বিভিন্ন অনুষ্টানে যোগদান ও প্রাকৃতিক সুন্দরর‌্য্য উপভোগের লক্ষ্যে প্রতিদিন করছেন নানান জায়গায় ছুটাছুটি।

তারই ধারাবাহিকতায় আজ বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার ভ্রমণ করলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র এলাকার বিশিষ্টজনেরা।

এরপর তাঁরা জনাব এন আহমদ সেলিমের গ্রামের বাড়ি দেখতে আজ বিশ্বনাথের ০২নং খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে গমন করেন।

ফুলেল শুভেচ্ছা প্রদানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী এন আহমদ সেলিম, বিশিষ্ট লেখক মাওঃ আব্দুল হাই জিহাদী, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের বাংলাদেশ প্রতিনিধি; শাহজাহান, লিয়াকত আলী, শামছুল ইসলাম, আব্দুল কাইয়ুম। আবির্ভাব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি: কবি ও কলামিস্ট মিজানুর রহমান, মাসিক জোনাকী সম্পাদক মুহাম্মদ সায়েস্তা মিয়া, স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি এস পি সেবু, স্থানীয়- ফখরুল ইসলাম ফাহাদ, কামরুল ইসলাম সামাদ, সাইফুর রহমান শাওন, মাহবুবুর রহমান নোমান, মুয়াজ্জিন আলী, সমুজ আহমদ সায়মন, আকবর আলী, জয়নগর প্রা: বি্দ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আ: শহিদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, বিশ্বনাথ সরকারী কলেজের ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম কিবরীয়া জিয়া, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ইমন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠন খাজাঞ্চী শাখার ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ খাঁ, ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠন খাজাঞ্চী শাখার অর্থ সম্পাদক নাহিদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×