প্রকাশিত: 14/01/2020
মুুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী ডিমলা উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু’র নিজ উদ্দ্যোগে উপজেলার ১০ টি ইউনিয়নে ১ হাজার অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন।
কনকনে শীতে এলাকার অসহায় দুস্থ বিপর্যস্ত শীতার্ত হতদরিদ্র সম্বলহীন ছিন্নমূল মানুষদের মাঝে শীত বন্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত ইউনিয়নের কলেজ পাড়ায় শীত বস্ত্র বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।
এসময় শীতার্তদের হাতে শীত বন্ত্র তুলে দেয়ার পূর্বে তিনি বলেন, বর্তমান সরকার গরীব দু:খী মানুষের সরকার, তিনি বলেছেন এ দেশের কোন মানুষ যেন ঠান্ডা বা শীতে কষ্ট না পায়।
উপজেলার আ’লীগের আমি সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র অঙ্গিকারের ধারাবাহীকতায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নিজ উদ্দ্যোগে আমার ডিমলা উপজেলার হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করছি।
অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীতবস্ত্র দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো জানান একই ভাবে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মাধ্যমে এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
অপরদিকে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ২-নং ডালিয়া আওয়ামী লীগ কার্যালয়ে খালিশা চাপানী ইউনিয়নের আ’লীগের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে শতাধিক শীতবস্ত্র বিতরণ করার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। বিশেষ অতিথি ছিলেন খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার প্রমুখ।