ব্রিটিশ দুই শিক্ষাবিদকে বিদায়ী ক্রেস্ট প্রদান করলেন মিজানুর রহমান মিজান

ব্রিটিশ দুই শিক্ষাবিদকে বিদায়ী ক্রেস্ট প্রদান করলেন মিজানুর রহমান মিজান

আজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় সিলেটের দরগা গেইটস্থ স্টার প্যাসিফিক ইন্টারন্যাশনালে ব্রিটেনের ডরসেটের দুই শিক্ষাবিদ রবার্ট চার্লস ও ফ্রান্সিস ক্যাটরিনাকে বিদায়ী সম্ভাষন জানান বিশিষ্ট কবি, কলামিস্ট ও সাংবাদিক মিজানুর রহমান মিজান।

বিগত ৯/১/২০ ইং তারিখ হতে এই দুই শিক্ষাবিদ বাংলাদেশ ভ্রমন করছিলেন। আগামী কাল তাঁরা বাংলাদেশ ত্যাগ করে ব্রিটেন চলে যাওয়ার কথা রয়েছে।

আজ সকালে জনাব মিজানুর রহমান মিজান বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারস্থ “চাঁন মিয়া স্মৃতি পাঠাগারের” পক্ষে সম্মাননা ক্রেস্ট দিয়ে তাদের বিদায়ী অভ্যর্থনা প্রদান করেন।

এসময় ব্রিটেনে বস- বাসরত দ্বৈত নাগরিক সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন আহমদ সেলিম, মাসিক জোনাকী সম্পাদক মুহাম্মদ সায়েস্থা মিয়া, সাকিব কল্যাণ ট্রাষ্টের বাংলাদেশ প্রতিনিধি শাহজাহান , সালেহ আহমদ সাকিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×