সৌদি থেকে ২ সপ্তাহে ফেরত দেড় হাজার 

প্রকাশিত: 17/01/2020

নিজস্ব প্রতিবেদন :

সৌদি থেকে ২ সপ্তাহে ফেরত দেড় হাজার 

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি । গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন তারা । সব মিলিয়ে এ বছরের প্রথম ১৬ দিনে ১ হাজার ৬১০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন ।

ফেরত এক যাত্রী অভিযোগ করে বলেন, পাসপোর্টে তিন মাসের ভিসা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারের সময় পুলিশের সাথে নিয়োগকর্তা কফিল এর কথা বলার পরেও তাকে দেশে পাঠানো হয়েছে।

অনেকের অভিযোগ আকামা তৈরীর জন্য কফিলকে টাকা প্রদান করলেও কফিল আকামা তৈরি করে দেয়নি । পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সাথে যোগাযোগ করলেও গ্রেপ্তারকৃত কর্মীর দায়-দায়িত্ব নিচ্ছেনা।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, ২০১৯ সনে ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।

নতুন বছরের শুরুর ১৬ দিনে এক হাজার ৬১০ জন বাংলাদেশি ফিরলেন দেশটি থেকে। ফেরত আসাদের বর্ণনা প্রায় একইরকম।

তিনি গত বছরের পুরো পরিসংখ্যান দিয়ে জানান, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন।

এর মধ্যে সৌদি আরব থেকে ২৫ হাজার ৭৮৯ জন, মালয়েশিয়া থেকে ১৫ হাজার ৩৮৯ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ছয় হাজার ১১৭ জন,

ওমান থেকে সাত হাজার ৩৬৬ জন, মালদ্বীপ থেকে দুই হাজার ৫২৫ জন, কাতার থেকে দুই হাজার ১২ জন, বাহরাইন থেকে এক হাজার ৪৪৮ জন ও কুয়েত থেকে ৪৭৯ জন শূন্য হাতে ফিরেছেন যাদের পরিচয় ডিপোর্টি।

আরও পড়ুন

×