প্রকাশিত: 17/01/2020
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরেরর কালীবাড়ী সড়কের বাজার এলাকার সততা স্বর্ণ শিল্পায়নের নতুন শো’রুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় প্রধান অতিথি হিসেবে শো’রুমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এর আগে প্রধান অতিথি ও অতিথিদ্বয় সততা স্বর্ণ শিল্পায়নের শো’রুমে আসলে তাঁদেরকে স্বাগত জানান সততা স্বর্ণ শিল্পায়নের সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শ্রী কমলেশ রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারওয়ার্দী সরকার মিন্টু প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি একই এলাকার চুরি যাওয়া নকসা জুয়েলার্সের দোকান ঘর পরিদর্শন করেন।