প্রকাশিত: 17/01/2020
যুক্তরাজ্যের ডরসেটের নাগরিক শিক্ষাবিদ রবার্ট চার্লস ও ফ্রান্সিস ক্যাটরিনকে গতকাল তাঁকে নিয়ে লিখা, বিশিষ্ট গবেষক সুমন বিপ্লব সম্পাদিত ‘World Peace’ বইয়ের সৌজন্য সংখ্যা তুলে দিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজান। সিলেটের দরগা গেইটস্থ হোটেল স্টার ফ্যাসিপিক ইন্টারন্যাশনালে এক স্বাক্ষাত কালে তাদের হাতে এই বইটি তুলে দেন। এসময় উপিস্থিত ছিলেন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি এন আহমদ সেলিম, ট্রাষ্টের বাংলাদেশ প্রতিনিধি মো: শাহজাহান, সিলেট সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সায়েস্তা মিয়া, সালেহ আহমদ সাকিব প্রমুখ।