রাঙ্গুনিয়ায় জেলের জালে ধরা পড়ল সাকার ফিশ 

রাঙ্গুনিয়ায় জেলের জালে ধরা পড়ল সাকার ফিশ 

রাঙ্গুনিয়ায় এক জেলের জালে ডোরাকাটা অদ্ভুত একটি মাছ ধরা পড়ে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বড়ুয়া পাড়ার একটি জলাশয়ে মাছটি জালে আটকা পড়ে।

পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আজাদ মাছটি কিনে নেন। মাছটির ওজন ৬ শ গ্রাম ও লম্বায় দেড় ফুট বলে জানান তিনি। স্থানীয় উৎসুক লোকজন এক পলক মাছটি দেখতে ভিড় জমায়। মাছ ব্যবসায়ী মো. আজাদ বলেন, “ টাইগার ফিশ নামে পরিচিত মাছটি। এটি গ্রামাঞ্চলে এখন দেখা যাচ্ছে।এটি সংরক্ষণ করে রেখেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। মাছটি খুব দ্রুত বংশ বিস্তার করে। আবার সহজে মরেও না। বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছটি মাঝে মাঝে দেখা যায়। 

আরও পড়ুন

×