প্রকাশিত: 19/01/2020
কমলনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২০ গতকাল (শনিবার) সকালে চর লরেঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্ত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সাগর,তোরাবগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন,চর লরেন্স ইউনিয়ন চেয়ারম্যান এ.এইচ.এম আহসান উল্লাহ হিরন,উপজেলা কৃষি কর্মকর্তা, ইউ আর সি ইনস্ট্রাক্টর, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার মফিজ উল্যাহ, আবদুর রহমান সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ।