সাংবাদিক আসিফ কাজল সভাপতি ও তরিকুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত

সাংবাদিক আসিফ কাজল সভাপতি ও তরিকুল ইসলাম মিঠু সাধারণ  সম্পাদক নির্বাচিত

“ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কার্যনির্বাহী কমিটির দ্বি-বাষিক নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে সাংবাদিক আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু নির্বাচিত হয়েছেন।

রোববার কার্যনির্বাহী কমিটির সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় ৪২ হাজার সদস্যের মধ্য থেকে সম্মেলন প্রস্তুতি কমিটি ব্যাপক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রাথমিক ভাবে ৩০০ সদস্যকে কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করেন।

মনোনীত সদস্যদের মধ্য থেকে সর্ব্বসম্মতিক্রমে ৯৩টি বিভিন্ন পদ এবং ২৭ জন কার্য্যনির্বাহী সদস্যের সমন্বয়ে ১২০ সদস্য বিশষ্টি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে ৭ জনকে নির্বাচিত করা হয়। সভায় ২৭ জন কার্য্যনির্বাহী সদস্য মনোনীত হন। নির্বাচিত কমিটিকে ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

×