প্রকাশিত: 21/01/2020
দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীনল্যান্ড মডেল স্কুলের মাধ্যমিক শাখার স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার বিকেল ৪ টায় মুঠোফোনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন ক্যাম্পাসের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আলহাজ্ব মো. আমিনুল হক সরকার।
রাজারামপুরস্থ টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার সংলগ্ন নতুন ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আলহাজ্ব মো. আমিনুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞা, গ্রীনল্যান্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরিয়ম বেগম, টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বাবু, গ্রীনল্যান্ড মডেল স্কুলের পরিচালক প্রভাষক মো. মোকাররম হোসেন বিদ্যুৎ, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিউল ইসলাম, সাবেক বিআরডিটি কর্মকর্তা জয়নাল আবেদিন, ভাটপাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসরিন আক্তার, গ্রীনল্যান্ড মডেল স্কুলের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্যা ইসমে আরা সুইটি, প্রভাষক মো. লাবলু অভিভাবক সদস্য আশরাফ আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।