ফুলবাড়ীতে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন আমরা রক্তসন্ধানী’র সহযোগিতায় এবং সন্ধানী হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দিনাজপুরের ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

দৈনিক দেশ মা পত্রিকা কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও দৈনিক দেশ মা সম্পাদক এবং শহীদ স্মৃতি আদর্শ কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশ মা’র প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, আমরা রক্তসন্ধানী সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সদস্য ইকরাম হোসেন ও সদস্যশামীম পাটওয়ারী।

শেষে ৩০জন হতদরিদ্র শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেবামূলক সংগঠন আমরা রক্তসন্ধানী’র সহযোগিতায় এবং সন্ধানী হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে একইদিন সকালে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শহীদ স্মৃতি আদর্শ কলেজের ৯০জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তেরগ্রুপ সনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পর্যন্ত সেবামূলক সংগঠন আমরা রক্তসন্ধানী’র সহযোগিতায় এবং সন্ধানী হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের মাহিগঞ্জ, পীরগাছা, গঙ্গাচড়া, কাউনিয়া উপজেলাসহ লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তেরগ্রুপ সনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার ঠাকুরগাঁওয়ের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তেরগ্রæপ সনাক্ত করা হবে।

আরও পড়ুন

×