কোটচাঁদপুর পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল

প্রকাশিত: 22/01/2020

নিজস্ব প্রতিবেদন :

কোটচাঁদপুর পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান সেলিমের বিরুদ্ধে অসত্য বিদ্বেষ পূর্ণ, বানোয়াট মিথ্যা, কুরুচি পূর্ণ বক্তব্য দেওয়ায় পৌর মেয়র জাহিদুল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও ঝাড়ু মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালন করে তারা। 

ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ শেষে বিক্ষোব সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, কোটচাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক আরিফ শেখ, কে.এম.এইচ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সজীব। 

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

আরও পড়ুন

×