প্রকাশিত: 22/01/2020
ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় দুস্থ বিপর্যস্ত শীতার্ত হতদরিদ্র সম্বলহীন ১ হাজার ভিক্ষুকদের মাঝে শীত বন্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার দেশের কোন মানুষ যেন শীতবস্ত্রের অভাবে কষ্টে না থাকে তারই ধারাবাহিকতায় দুর্যোগ ব্যপস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় এর বরাদ্দকৃত ১ হাজার শুকনা খাবারের প্যাকেট এবং শীতবস্ত্র হিসেবে ১ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে।
তার মধ্যে প্রথম দিনে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্তরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ- সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের উপস্থিতিতে ভিক্ষুকদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বুধবাব (২২-জানুয়ারি) সকালে উপজেলার টেপাখাড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে উক্ত ইউপি চেয়ারম্যান ময়নুল হকের উপস্থিতিতে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ শেষে এতিমখানায় গিয়ে এতিমদের মাঝে এ শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, এভাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হবে।